নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
যাক পুরাতন স্মৃতি যা ভুলে যাওয়া গীতি এই স্লোগানের মধ্য দিয়ে বাংলা ১৪৩১ সাল কে বিদায় জানালো ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতি উন্নয়ন সংস্থা।
রবিবার বিকেলে শহরের স্বাধীনতা মঞ্চ কোর্ট চত্বরে এই উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য শাহনাজ জলি।
অনুষ্ঠানের শুরুতেই ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের বর্বর হামলার নিন্দা জানানো হয়। বক্তারা বলেন দিনের পর দিন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিতে গণহত্যা চালাচ্ছে। সেখানকার নিরীহ জনগণ হত্যা করছে । অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান, নাচ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করে।
Leave a Reply