রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের নোংরা পরিবেশে ভোগান্তিতে রোগী ও স্বজনরা

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯.৫৫ এএম
  • ১২৯ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ড গুলোতে নিয়মিত পরিস্কার না করার অভিযোগ উঠেছে। ফলে অপরিস্কার থাকার কারনে দুর্গন্ধ ছড়াচ্ছে ওয়ার্ডগুলোতে। দুর্গন্ধ ও অপরিষ্কারের জন্য স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা। এদিকে, ড্রেনগুলো পলিথিন ও ময়লা আবর্জনায় ভরে গেলেও নেই কোন পরিষ্কারের ব্যবস্থা।এতে ভোগান্তিতে পড়ছে হাসপাতালে আগত রোগী ও স্বজনরা।

হাসপাতালে গিয়ে দেখা যায়,হাসপাতালের তিনতলায় মহিলা ওয়ার্ড ও চার তলায় পুরুষ ওয়ার্ড। সেখানে প্রবেশ করলে দুর্গন্ধে ময় ময় অবস্থা। দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়তে হয়। নিয়মিত পরিষ্কার করা হয়না। ধুলো, ময়লায় ভরা। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সরকারি বরাদ্দ রয়েছে।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক বছর আগে হাসপাতালের ওয়ার্ডগুলো অনেক সুন্দর ছিল, ছিল না কোন বন্ধ, নিয়মিত পরিষ্কার করা হতো ওয়ার্ডগুলো। এখন ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। যার কারণে দুর্গন্ধে ভরে গেছে। দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে যেতে হয়। তবে, হাসপাতালের নার্সরা এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কর্মরত একজন ডাক্তার বলেন, পর্যাপ্ত পরিমান লোক নেই। তবে মাঝেমধ্যে পরিষ্কার করা হয়। যার কারনে একটু গন্ধ আছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, পর্যাপ্ত পরিমাণ লোকবল নেই। আমি নিজে প্রতিদিন কমপক্ষে দুইবার সকাল-বিকাল হাসপাতাল ঘুরে দেখি। নতুন যোগদান করেছি হাসপাতালে ভালো কিছু করার চিন্তাভাবনা আছে।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, বিষয়গুলো খোঁজ নিয়ে দেখা হবে। কয়েক দিন পরে মিটিং আছে। হাসপাতাল পরিদর্শন করে বিষয়টি দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION