ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Doinik Kumar
এপ্রিল ১৪, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল সিভিল সার্জন মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে মাসিক উন্নয়ন কমিটি ও আইনশৃংখলা কমিটির সভা করার তাগিদ দেওয়া হয়। সভায় বলা হয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে তবে আরো উন্নতির সুযোগ আছে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার জন্য গত মাসে ১২৫ টি অভিযান পরিচালনা করে ৩২ জন আসামীর বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয়৷ এরমধ্যে ৯টি নিয়মিত মামলা ও ২৩টি অনিয়মিত মামলা করা হয়৷ সভায় সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রয়োজনীতা তুলে ধরে ‌ আলোচনা করা হয়। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং রাস্তায় অনিবন্ধিত থ্রি-হুইলার চলাচল বন্ধের ব্যাপারে ও আলোচনা করা হয়। ফরিদপুর শহরের নদী তীরে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করে শক্ত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।