রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

চরভদ্রাসনে দখল আর দূষনে অস্তিত্ব হারিয়েছে ২৪টি খাল

  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৯.০৭ এএম
  • ১৫৮ জন সংবাদটি পড়েছেন

মেজবাহ উদ্দীনচরভদ্রাসন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দখল আর দুষনের শিকার হয়ে ২৪টি খালের অস্তিত্ব হারিয়ে গেছে। বিগত এক যুগ ধরে উপজেলার অন্ততঃ ২৪টি খালের বিভিন্ন অংশে ভরাট করে নির্মান করা হয়েছে বসতবাড়ী, দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান। এতে সচল নেই উপজেলার কোনো একটি খাল। এছাড়া কালের বিবর্তনে পলিমাটি পড়ে নাব্যতা হারিয়ে ফেলেছে উপজেলার সবক’টি খাল। দীর্ঘকাল সংস্কারহীন ও জঙ্গলাকীর্ণ সেই খালগুলোর মধ্যে এলাকাবাসী বিভিন্ন ধরনের বর্জ্য ফেলে বিষময় করে তুলেছে জনজীবন। তাই খালের অস্তিত্ব হারিয়ে যাওয়ার ফলে উপজেলার কৃষিসেচ, মৎস্য সম্প্রসারন ও জমিতে পলিমাটির আস্তর পড়া সহ বন্ধ রয়েছে গ্রাম অঞ্চলে সব ধরনের নৌ-যোগাযোগ।

জানা যায়, উপজেলা জুড়ে বিস্তৃত খালগুলো হলো-চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স ঘেষে ঐতিহ্যবাহী বৈরাগী খাল, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিন দিকে রয়েছে শ্রীমোহনদির খাল, উপজেলা সদর বাজারের পূর্বদিকে পদ্মা নদীর গোপালপুর ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল লোহার ব্রীজ খাল, পার্শ্ববতী হাজীডাঙ্গী ও বালিয়া ডাঙ্গী গ্রামের খাল, বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের পদ্মা নদী পর্যন্ত বিস্তৃত হাবজা কাজীর খাল, আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের খাল, পাশেই রয়েছে ওকিল উদ্দিনের খাল, এর পশ্চিম দিকে রয়েছে লোহারটেক গ্রামের ঐতিহ্যবাহী খাল, এর উত্তর দিকে মৌলভীরচর বাজারের খালের পূর্বদিকে রয়েছে জাকেরের সুরা ও টিলারচর নামক দুই গ্রামের মধ্যবতি এলাকার খাল। এসব সবক’টি খাল দখল আর দুষনে প্রাণহীন অবস্থায় পড়ে রয়েছে।
এছাড়া উপজেলা গাজীরটেক ইউনিয়নে রয়েছে খালপাড় ডাঙ্গী গ্রামের খাল, ছাহের মোল্যার বাজারের পাইকের বিল খাল, মজুমদার খাল, হোসেনপুর গ্রামের খাল, বেপারী ডাঙ্গী গ্রামের খাল, জয়দেব সরকার ডাঙ্গী গ্রামের খাল, দোপা ডাঙ্গী গ্রামের খাল, হ্রপ্তের চর খাল, স্বরবান্দিয়া ও গাজীরটেক গ্রামের বড় খাল।

আর উপজেলা পদ্মা নদীর অপর পারে রয়েছে চরহরিরামপুর ইউনিয়নের মুন্সির চর গ্রামের ঐতিহ্যবাহী খাল, ছমির বেপারী ডাঙ্গী গ্রামের খাল, পাশেই রয়েছে আঃ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেষে আরেকটি খাল, এর পশ্চিমে রয়েছে উকিল মাঝির কোল ঘেষে বড় খাল, আর পূর্বদিকে রয়েছে শালেপুর গ্রামের খাল। এসব খালগুলো নাব্যতা হারিয়ে ও এলাকার প্রভাবশালীদের দখলে রয়েছে বলেও জানা গেছে।

এ ব্যপারে শনিবার দুপুরে উপজেলা গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী বলেন, “ বিগত দিনে ইউনিয়নের বেশীরভাগ খালের জমি স্থানীয় প্রভাবশালীরা ভরাট করে বাড়ীঘর ও দোকান পাট নির্মান করে নিজেদের দখলে নিয়ে রেখেছেন। এসব খালগুলোর প্রাণ ফেরাতে হলে সরকারিভাবে অনেক প্রকল্প হাতে নেওয়া দরকার”।
একই দিন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, উপজেলার খালগুলোর প্রাণ ফেরাতে হলে তালিকা করে প্রকল্প বরাদ্ধের জন্য উর্দ্ধতন দপ্তরে লিখতে হবে। তাই অচিরেই আমরা উপজেলার খালগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট মহলকে অবগত করবো”।

জানা যায়, এককালে উপজেরাবাসীর সারা বছরের মাছের যোগান দিত ওইসব খাল থেকে। একই সাখে কৃষিক্ষেত্রে সেচকার্য, ফসলী জমির উর্বরতা ফিরিয়ে দেওয়া, পাটজাগ, নৌযোগাযোগ, এলাকাবাসী ও গরু ছাগলের গোসলকার্য সহ ঘর গৃহস্থালীর বিভিন্ন প্রয়োজন মেটাতো এসব খাল থেকে। এছাড়া বর্ষাকালে নৌকা বাইচ ও সারি সারি ঝাঁকি জালে মাছ ধরার আনন্দে মেতে উঠতো গ্রামবাসী। কিন্ত কালের বিবর্তনে দখল আর দুষনে ২৪টি খালের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। সেই সাথে ক্ষতিগ্রস্থ হচ্ছে উপজেলার কৃষি, শিল্প, মৎস্য ও প্রাণীজ সম্পদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION