নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জনা যায়, উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেল ইকবাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক মামলায় দুই ব্যাক্তিকে ৪লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
একইসাথে বালু উত্তোলনের প্রায় ১৫শ ফুট পাইপ বিনষ্ট করে এবং প্রায় ১লক্ষ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম রায়হানুর রহমানসহ আলফাডাঙ্গা থানার চৌকস পুলিশ টিম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেল ইকবাল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজ আমরা পৃথক মামলায় দুইজনকে ৪লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক আদায় ও ১লক্ষ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply