নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা, অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মোখলেছুর রহমান অরুন। তিনি উপজেলার ময়না ইউনিয়নের অবস্থিত ‘ময়না এ সি বোস ইনস্টিটিউশন’-এর প্রধান শিক্ষক ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মৃধা আবুল হাশেম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহাদত হুসাইন, শিক্ষক রোকশানাসহ ১৩ জন শিক্ষক-কর্মচারী ৩১টি অভিযোগ এনে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অর্থ আত্মসাত, দুর্নীতি ও অনিয়মসহ মোট ৩১ টি খাতে ক্ষমতার অপব্যবহার করেছেন ওই শিক্ষক।
অভিযোগে উল্লেখ করা হয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুন জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে দেওয়া ১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিদ্যালয়ের পুরাতন বেঞ্চে ‘জেলা পরিষদ’ লিখে এ টাকা আত্মসাৎ করেন। এছাড়া আর্থিক অনিয়মের মধ্যে রয়েছে বিজ্ঞানাগারে অনুদানপ্রাপ্ত ৯৫ হাজার টাকা। দাতা সদস্য মুজিবর আমিন প্রদত্ত ২ লাখ টাকা এবং বিদ্যালয়ের গাছ ও ঘর বিক্রির ৮ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন। এই প্রধান শিক্ষকের অনিয়মের ফিরিস্তি এখানেই শেষ নয়। ২০২৩ সালের ১ অক্টোবর ঘঞজঈঅ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিপিএড শিক্ষকের এমপিওভূক্তির জন্য মোটা অংকের উৎকোচ দাবি করেন তিনি, সংশ্লিষ্ট শিক্ষক দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তার এমপিও ফাইল সাবমিট না করে আটকে রেখেছেন।
Leave a Reply