মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে প্রখ্যাত শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯.২১ এএম
  • ১৩৯ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, প্রখ্যাত শ্রমিক নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ জাফরুল হাসানের পঞ্চম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে  ফরিদপুরে পালন করা হয়েছে।

‌এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে  মঙ্গলবার (৮এপ্রিল) বাদ আছর আলিপুর গোরস্থান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ সেখানে উপস্থিত থেকে তাঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলিপুর গোরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মো: রমিজউদ্দিন।

দোয়া মাহফিল শেষে জেলা শ্রমিক দল,ফরিদপুরের নেতৃবৃন্দ আলিপুর কবরস্থানে শায়িত মরহুম জাফরুল হাসানের রুহের মাগফিরাত কামনা করে দোয়াপাঠ ও কবর জিয়ারত করেন।

এ সময় ফরিদপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল হক সরদার, ১নং সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার জোয়াদ্দার, অগ্রণী ব্যাংক সিবিএ-এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান শান্ত, মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, বিআরডিবি সভাপতি বাদশা মিয়া,  অগ্রণী ব্যাংক সিবিএ নেতা রাকিবউদ্দিন আহমেদ, জনতা ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাদেক হোসেন, রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন নেতা,  মো:রুবেল মিয়া,  জেলা শ্রমিক দলের সদস্য রাজিবুল ইসলাম নয়ন,  মো:               নয়ন মাতুব্বর, শাহিদুল ইসলাম, ওজোপাডিকোর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ সাইফুদ্দিন মোহাম্মদ জাকারিয়া,মরহুম জাফরুল হাসানের ভাতিজা রাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মরহুম মোঃ জাফরুল হাসান একজন সংগ্রামী ও আপোষহীন শ্রমিক নেতা ছিলেন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন এবং আজীবন তাদের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে  সারা বাংলাদেশে শ্রমিক রাজনীতিতে এক নতুন ধারা সূচিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION