নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি মরহুম লিয়াকত আলী খাঁনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের লাক্সারি হোটেলের পাশে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন লাভলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিপু শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ.এম কাইয়ুম জঙ্গি,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জিয়া মঞ্চের আহ্বায়ক লিয়াকত হোসেন লাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলমগীর কবির, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ হারু খা, যুগ্ম আহবায়ক এম টি আক্তার টুটুল, মহানগর মহিলা বিএনপির সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, সহ-সভাপতি পলি বেগম। অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করা হয়। এরপর মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply