ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাটকা নীধনকারী জেলেদের নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানের ঢাকঢোল, চরভদ্রাসনে জাটকা সংরক্ষন সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

Doinik Kumar
এপ্রিল ৯, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিনচরভদ্রাসন থেকে 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সাড়ে ১০ টায় উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে বর্ণাঢ্য এক নৌ-র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পদ্মা নদীর বিভিন্ন জলমহাল ঘুরে এসে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশাস্ত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদপুর সদর সার্কেল) আজমীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী।
“জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” এ প্রতিপাদ্য বিষয়রে উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হারুনার রশিদ, ইউপি চেয়ারম্যান আজাদ খান, নৌপুলিশ ইনচার্জ নাছিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা শাহজাহান শিকদার, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী কাউছার খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মৎস্যজীবী আবুল কাসেম খান ও কামাল খান প্রমূখ।
জানা যায়, উপজেলা পদ্মা নদীতে কারেন্ট জাল ব্যাবহারকারী ও জাটকা নীধনকারী শতাধিক জেলে দিয়ে এ আলোচনা সভাটি সাজানো হয়। এসব অসাধু জেলেদের বিভিন্ন অযৌক্তিক দাবী দাওয়া সভায় তুলে ধরা হয়। পরে জেলেদের কিছু অন্যায্য দাবী দাওয়া সংশ্লিষ্টরা মাথায় রেখে আলোচনা সভাটি সমাপ্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।