নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই স্লোগান ধারণ করে ফরিদপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ১১ টার দিকে ফরিদপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একা আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ বদরুদ্দোজ, ডাঃ ইরফান আহমেদ, মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
