নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের ঈদ পুনর্মিলনী এবং সিক্সার সাইড গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার গজারিয়া বাজারস্থ কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি পিএইচ গ্রুপ অপ কোম্পানির পরিচালক এবং কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হানিফ মন্ডল।
গজারিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম (রিঙ্কু মন্ডল) এর আয়োজনে সিক্সার সাইড গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্লা, সাবেক শিক্ষক সুকুমার চন্দ্র সাহা, মদন কুমার সাহা, সাবেক ক্রীড়া শিক্ষক মো. সেকেন্দার আলী প্রামানিক, গজারিয়া বাজার কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মিন্টু মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নুর উদ্দিন সরদার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোঃ মুজাহিদ বেগসহ কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র এস.এম উজ্জ্বল।
উল্লেখ্য, শুক্রবার ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ২০২১ এর ব্যাচ এবং রানার্স আপ হয় ২০০৯ এর ব্যাচ।
Leave a Reply