ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি শিক্ষকদের ঈদ ভোগান্তি: শেষ মুহূর্তের সিদ্ধান্তে চরম বিপর্যয়

Doinik Kumar
এপ্রিল ২, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

॥ মো. মাহবুবুর রহমান ॥

ঈদের আগে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন ও বোনাস প্রদান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ডিজি অফিসের লোক দেখানো সান্তনা অনেকেই “গরু মেরে জুতা দান” এর সাথে তুলনা করেছেন। ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বেসরকারি শিক্ষক সমাজ ক্ষোভে ফুঁসে ওঠে। শুধু শিক্ষকরা নন, সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষও এই অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল মামুন শিক্ষকদের প্রতি নিপীড়নমূলক আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি দৈনিক শিক্ষা ডটকম-এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, “কৃষক-শ্রমিকের মতো শিক্ষক সমাজও নিপীড়িত শ্রেণির অন্তর্ভুক্ত।” বিষয়টি বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হলে শিক্ষা মন্ত্রণালয় ও ডিজি অফিস নড়েচড়ে বসে।
পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে বিশেষ অনুরোধ জানায়, যাতে লাইলাতুল কদরের পরবর্তী দিন শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হয়। কিন্তু এই সিদ্ধান্ত অফিস সময়ের শেষ মুহূর্তে হওয়ায় অধিকাংশ ব্যাংক শাখায় পর্যাপ্ত পরিমাণে নগদ টাকা মজুত ছিল না। ফলে অনেক শিক্ষক সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা তুলতে পারেননি। কিছু শাখায় আংশিক টাকা দেওয়া হলেও অনেক শিক্ষক-কর্মচারী পুরো বেতন ও বোনাস না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।
শিক্ষক সমাজ মনে করে, যাদের অদক্ষতা ও অবহেলার কারণে শিক্ষকদের এই ভোগান্তি পোহাতে হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে ভবিষ্যতে একই ধরনের সংকট আবার দেখা দিতে পারে।
বর্তমান শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে বিদায়ী শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী কোরবানি ঈদের আগেই বেসরকারি শিক্ষকদের জন্য সরকারি কর্মচারীদের মতো বর্ধিত হারে বাড়ি ভাড়া, শতভাগ ঈদ উৎসব ভাতা, বর্ধিত চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা চালু করা হবে বলে শিক্ষকরা আশাবাদী। এতে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য অনেকাংশে কমবে বলে তারা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।