ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নদী গবেষণা ইনস্টিটিউটের ডিডি ও ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী

Doinik Kumar
মার্চ ২৯, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের ডিডি ও ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায়  বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবুল এহসান মিয়া ও পরিচালক এস এম আবু হুরাইরার অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে  ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকে একটি অবস্থান কর্মসূচী  পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, সদস্য এনামুল চৌধুরী, শান্ত সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা  বলেন, নদী গবেষণা ইনস্টিটিউটের বর্তমান (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবুল এহসান মিয়া একজন ফটোগ্রাফার হিসেবে চাকুরীতে যোগদান করে। সে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে উপ-পরিচালক হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এবং তার এ সব অভিযোগ থাকা সত্ত্বেও নদী গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাই তাদের দুই জনকেই অতিদ্রুত উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। একজন ফটোগ্রাফার কিভাবে উপ-পরিচালক হয় তাও তদন্ত করে দেখার আহ্বান জানান। দ্রুত তাদের অপসারন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী  প্রদান করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।