মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

নদী গবেষণা ইনস্টিটিউটের ডিডি ও ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০.৪৩ এএম
  • ১৫৭ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের ডিডি ও ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায়  বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবুল এহসান মিয়া ও পরিচালক এস এম আবু হুরাইরার অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে  ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকে একটি অবস্থান কর্মসূচী  পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, সদস্য এনামুল চৌধুরী, শান্ত সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা  বলেন, নদী গবেষণা ইনস্টিটিউটের বর্তমান (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবুল এহসান মিয়া একজন ফটোগ্রাফার হিসেবে চাকুরীতে যোগদান করে। সে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে উপ-পরিচালক হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এবং তার এ সব অভিযোগ থাকা সত্ত্বেও নদী গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাই তাদের দুই জনকেই অতিদ্রুত উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। একজন ফটোগ্রাফার কিভাবে উপ-পরিচালক হয় তাও তদন্ত করে দেখার আহ্বান জানান। দ্রুত তাদের অপসারন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী  প্রদান করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION