নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের ডিডি ও ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবুল এহসান মিয়া ও পরিচালক এস এম আবু হুরাইরার অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকে একটি অবস্থান কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, সদস্য এনামুল চৌধুরী, শান্ত সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, নদী গবেষণা ইনস্টিটিউটের বর্তমান (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবুল এহসান মিয়া একজন ফটোগ্রাফার হিসেবে চাকুরীতে যোগদান করে। সে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে উপ-পরিচালক হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এবং তার এ সব অভিযোগ থাকা সত্ত্বেও নদী গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাই তাদের দুই জনকেই অতিদ্রুত উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। একজন ফটোগ্রাফার কিভাবে উপ-পরিচালক হয় তাও তদন্ত করে দেখার আহ্বান জানান। দ্রুত তাদের অপসারন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী প্রদান করা হবে।”
Leave a Reply