ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবারিদের হামলায় বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

Doinik Kumar
মার্চ ২৯, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মো. জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক কারবারিদের হামলায় বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে এবং শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসি। মঙ্গলবার দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার মমিন মার্কেট এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা এ সময় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। অবরোধের কারণে দু’পাশে শত মত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী এবং থানা অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে মাদককারবারি মতি কাজী ও ইসলাম কাজী গংদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারী অবরোধ তুলে নেন।

জানা যায়, ফরিদপুরের মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে ইসলাম কাজীকে প্রায় দুই মাইল ধাওয়া করে আটক করে। পরে ইসলাম কাজীর স্বীকারোক্তিতে তার মায়ের ঘরের একটি সুকেস থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মতি কাজী আগেই পালিয়ে যায়। ইসলাম কাজী আটক হওয়ায় এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে। কিন্তু অজ্ঞাত কারণে রাত ৮টার দিকে ইসলাম কাজী ছাড়া পেয়ে বাড়িতে পৌঁছে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতি কাজী ওরফে মতি মেম্বারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল এক জামায়াত নেতার বাড়িসহ সাত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় কমপক্ষে ৭জন আহত হয়। এর প্রতিবাদে এবং মাদককারবারিদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে মমিন মার্কেট এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সোতাশী, চালিনগর এলাকার কয়েকশত নারী পুরুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।