ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসন বাজারে আঁতশবাজি অপসারন করলেন ইউএনও

Doinik Kumar
মার্চ ২৮, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন থেকে 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট বাজারে আঁতশবাজি ক্রয়-বিক্রয় অবশেষে বন্ধ করে দিয়েছেন ইউএনও মনিরা খাতুন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি হচ্ছিল আঁতশবাজি। এতে উপজেলার কিশোর ও বখাটে যুবকরা রাতভর আঁতশবাজির বিস্ফোরন ঘটিয়ে ঘুমন্ত রুগী সহ সাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলছিল। এ দুরবস্থা অনুভব করতে পেরে উপজেল্ ানির্বাহী অফিসার মনিরা খাতুন গত বুধবার বিকেলে বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে আঁতশবাজির দোকানগুলো অপসারন করেছেন। এ অভিযানে অন্যান্যর মধ্যে ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, পুলিশ কনস্টেবল ও আনসার ব্যাটলিয়ন সদস্যরা। আতশবাজি অপসারন অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে অনেকে জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বি.এস ডাঙ্গী গ্রামের ফিরোজা বেগম (৬৫) সহ অনেকে জানায়, “অনেকদিন পর গত রাতটা স্বস্তিতে কেটেছে এবং উচ্চ শব্দ সম্পন্ন আঁতশবাজি বিস্ফোরন না ঘটাতে ঘুমও ভালো হয়েছে”।
জানা যায়, এ বছর ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছিল আঁতশবাজি। এসব দোকানে হরেক রকমের আঁতশবাজি কিনে যুবকরা রাতভর শব্দ দুষণ ঘটাচ্ছিল। আঁতশবাজি বিস্ফোরনে উপজেলার বিভিন্ন রুগী ও শিশুদের ঘুমের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। বিষয়টি অনুভব করতে পেরে আঁতশবাজির দোকানগুলো অপসারন করেন ইউএনও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।