মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯.২০ এএম
  • ২০৮ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। ২০০৭ সালের এই দিনে (২১ মার্চ) তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।

কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ, কে এম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকাল ৯ টায় মরহুম কে এম ওবায়দুর রহমানের নগরকান্দার লস্করদিয়াস্থ বাসভবন সংলগ্ন  মাজারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও কোরআন খানী। বাদ যোহর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৪ টায় নগরকান্দা উপজেলা সদরের সরকারি এম এন একাডেমি মাঠে  নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION