নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের কমলাপুরে ডিআইবি বটতলা হতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় শহরের ডিআইবি বটতলাস্থ সরদারপাড়া সড়কের (কালী মন্দিরের বিপরীতে ) স্থানীয় বদরের পুকুর থেকে মুক্তার হোসেন (৫৩) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুকুর পাড়ের নিজ জমিতে কাজ করতে এসে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, মুক্তার হোসেন শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়। তার হার্টে পূর্বে তিনটি রিং পড়ানো ছিল। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশটিকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply