নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারী রাজেন্দ্র কলেজের কবি নজরুল ইসলাম হলটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে ছাত্রদের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
হলটির ছাদ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাত্ররা সেখানে বসবাস করছে। হলটির বেশিরভাগ জানালার গ্লাস নেই, বিদ্যুতের সরবরাহের সমস্যা রয়েছে,বাথরুম ও নিরাপত্তা ব্যবস্থা নাজুক, পাশাপাশি পানি সরবরাহও পর্যাপ্ত নয় বলে প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এ.বিএম সাদ রাজ সিদ্দিকী,গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ শাকিল শেখ সহ হলটির অন্যান্য ছাত্রদের কাছ থেকে জানা গেছে।
হলটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের ঝুঁকিতে প্রাণহানির মত ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ
এস এম আব্দুল হালিম ভবনটি মেরামতের জন্য শিক্ষা প্রকৌশল বরাবর আবেদন করেছে।
উল্লেখ্য ২০২৩ সালে এ হলটি একবার সংস্কার করা হয়েছিল, হলটিতে মোট সিট সংখ্যা ৪৮ টি এবং বর্তমানে ৪৩ জন ছাত্র রয়েছে।
Leave a Reply