ঢাকা: টিকিট ছাড়াই আড়াই ঘণ্টা যাত্রীরা মেট্রোরেল ভ্রমণ করেছেন। সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই্ আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেট্রোরেল স্টেশনে কর্মচারীরা।
সোমবার (১৭ মার্চ) সকালে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। উত্তরায় কর্মরত এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্রোকারিজ হাউজে কর্মকর্তা আবুল কাশেম বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে আসি। এসে দেখি কোনো ধরনের কার্ড পাঞ্চ করা যাচ্ছে না। তবে মেট্রো চলছে। কার্ড পাঞ্চ করা ছাড়াই অফিসে আসলাম বলে তিনি উল্লেখ করেন।
সকাল ৮টায় মতিঝিলের গিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্গিস বেগম। তিনি বাংলানিউজকে বলেন, সকালে অফিসে যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে মেট্রোরেল স্টেশনে এসে পৌঁছাই। কাউন্টারের সেবা বন্ধ থাকার কারণে টিকেট কাটা ছাড়াই মেট্রো ভ্রমণ করি।
Leave a Reply