ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Doinik Kumar
মার্চ ১৭, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর: বেতন পরিশোধের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লুমেন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তেলিপাড়া এলাকায় লুমেন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করার কথা ছিল রোববার। কিন্তু দুপুরে কারখানা কর্তৃপক্ষ জানায়, এদিন বেতন দেওয়া সম্ভব নয়। পরে ক্ষুব্ধ শ্রমিকেরা তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।