ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন 

Doinik Kumar
মার্চ ১৬, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মো. মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন থেকে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন মার্চ, ২০২৫খ্রি. সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার প্রায় বার হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবৃাহী অফিসার মনিরা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্রাহ খান। অন্যান্যর মধ্যে এ সময় ডাক্তার, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের আওতায় উপজেলার প্রতি ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রতিজন শিশুকে একটি করে নীল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতি শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন সফল করতে এ বছর উপজেলায় মোট ৯৭ টি কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে ২৪টি করে উপজেলার ৪টি ইউনিয়নে ৯৬টি কেন্দ্র সহ স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র নিয়ে মোট ৯৭টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন এ প্লাস খাইয়ে দেন। এ কর্মসূচীটি সফল করতে উপজেলায় ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৪৮ জন সুপারভাইজার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করে প্রায় বার হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।