রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

সিরিয়ার রাস্তায় পতাকা হাতে শত শত মানুষ, গোলাপে ভরে গেছে দামেস্ক

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২.০৭ পিএম
  • ১৩৩ জন সংবাদটি পড়েছেন

গত বছরের শেষের দিকে সিরিয়ায় সমাপ্তি ঘটে ১৪ বছর ধরে চলা স্বৈরশাসনের। পতন ঘটে বাশার আল-আসাদ সরকারের। দীর্ঘ ১৪ বছর পর গেল ১৫ মার্চ প্রথমবারের মতো প্রকাশ্যে বিপ্লব উদ্‌যাপন করতে সিরিয়ার রাস্তায় বেরিয়ে আসে শত শত মানুষ। কড়া নিরাপত্তার মধ্যে পতাকা ও বিপ্লবী গানে মুখরিত হয়ে উঠেছিল রাজধানী দামেস্কের রাস্তাগুলো। ভরে উঠেছিল গোলাপ ফুলে।শনিবার (১৫ মার্চ) কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সিরিয়ার বেসামরিক নাগরিকদের পতাকা ও গোলাপ নিয়ে বিপ্লবী গান গাইতে দেখা গেছে। তারা বলেছেন, এই গোলাপগুলো শান্তির প্রতীক। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার বলেছেন, ১৪ বছর ধরে সিরিয়ার মানুষের ওপর হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়েছে। এখন শান্তি ও পুনর্মিলনের সময়। তারা শান্তির প্রতীক হিসেবে গোলাপ বিনিময় করছে।

২০১১ সালের ১৫ মার্চ সিরিয়ায় আরব বসন্তের ছোঁয়া লাগে। বিক্ষোভকারীরা গণতান্ত্রিক সংস্কার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ডেরা, দামেস্ক ও আলেপ্পো জুড়ে আন্দোলন শুরা করে। এর কয়েকদিন আগে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডেরায় বাশার আল-আসাদকে ব্যঙ্গ করে গ্রাফিতি আঁকায় একদল কিশোরকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়। ফলে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এরপর শুরু হয় আসাদ সরকারের সহিংস দমন-পীড়ন। একই বছরের জুলাইয়ে সেনাবাহিনীর বিতাড়িত সৈনিকরা সরকারকে উৎখাতের লক্ষ্যে ‘ফ্রি সিরিয়ান আর্মি’ নামে একটি সরকারবিরোধী দল গঠনের ঘোষণা দেয়। পরবর্তীতে এই বিদ্রোহ একটি ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয়।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বে বিরোধী দলগুলির সমবেত আক্রমণে আসাদ সরকারের পতন হয়, সমাপ্তি হয় গৃহযুদ্ধের। এইচটিএস নেতা আহমেদ আল-শারা এখন সিরিয়ার অন্তর্বর্তী রাষ্ট্রপতি। তিনি আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার কথা জানিয়েছেন। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা, ইসরায়েলি বোমা হামলা, ভূমি দখল ও অর্থনৈতিক সংকট মোকাবিলায়ও কাজ করছেন তিনি।

এদিকে সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শনিবার বিপ্লব বার্ষিকী উদ্‌যাপনের সময় উপকূলীয় শহর লাতাকিয়ায় এক বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। পরে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গ্রুপ জানায়, বিস্ফোরণটি একটি দুর্ঘটনা।

লাতাকিয়া ও তারতুসের গভর্নরেট বলেছেন, আসাদ সরকারের পতনের পর প্রদেশগুলোতে লড়াই তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা বাহিনী এবং আল-আসাদ সমর্থিত যোদ্ধাদের মধ্যে চার দিন লড়াইয়ের পর উপকূলীয় এলাকায় অভিযান শেষ করেছে। এতে শত শত মানুষ নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION