ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদলি নেমে মেসির গোল, কোয়ার্টার ফাইনালে মায়ামি

Doinik Kumar
মার্চ ১৬, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আগের তিন ম্যাচ খেলানো হয়নি মেসিকে। আজ বদলি হয়ে নামলেন ক্যাভারিয়ার এফসির বিপক্ষে।

নেমে করলেন বাজিমাত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করলেন গোল। উচ্ছ্বাসে ভেসে ওঠে গ্যালারি। খেলাও শেষ হয় ইন্টার মায়ামির দারুণ জয়ে।  

 

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ফিরতি লেগে জ্যামাইকার কিংস্টনের ইন্ডিপেন্ডেন্টস পার্কে ক্যাভালিয়ার এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-০ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে তারা।  ম্যাচের ৩৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেস। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল পান মেসি। এই দুই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ম্যাচ থেকে বেশি আলোচনায় ছিল মেসির মাঠে থাকা নিয়ে। গত তিন ম্যাচ তাকে না খেলানোর পর কোচ হাভিয়ের মাশচেরানো অবশ্য নিশ্চয়তা দেন মাঠে নামানো হবে আজ। সেটিই হলো। ৫৩তম মিনিটে মাঠে নামানো হয়েছে তাকে।

জয়ের পর এই প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘আমরা জানতাম, লিও তিন-চার ম্যাচ ধরে খেলছে না। অবশ্যই আমরা তাকে খেলাতে চাচ্ছিলাম। তবে এটা আমাদের বোঝা ও খোঁজার দরকার ছিল, তাকে মাঠে নামানোর সময় কোনটি। আমার মনে হয়, যা হয়েছে, ভালোই হয়েছে। সে মাঠে ভালো অনুভব করেছে। গোল করেছে। জ্যামাইকার মানুষ তাকে দেখতে পেয়েছে। সবারই জন্যই দারুণ এক রাত। ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।