মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদর্শ করে গড়ে তুলতে পারিনি: জামায়াত আমির

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১২.১০ পিএম
  • ১৩৫ জন সংবাদটি পড়েছেন

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ করে গড়ে তুলতে পারিনি।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠবে। এখান থেকে আদর্শ ও চরিত্রবান নাগরিক বের হবে বলে আমরা প্রত্যাশা করছি। বুধবার (১২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে একটি কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনার আগে এসব কথা বলেন তিনি। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতারের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। জামায়াত আমির বলেন, অনেক রক্তের বিনিময়ে এ জাতি মুক্তি ও স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল। কিন্তু এ প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জুলাই আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের মুক্তি কামনা করে ডা. শফিকুর রহমান।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছর ফ্যাসিজমের করালগ্রাসে শতাধিক নেতাকর্মীকে হারিয়েছি আমরা। আমাদের অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এ গুম হওয়া নেতাদের অনেকের লাশ পেয়েছি। অনেকে আহত হয়ে ফিরে এসেছেন। এখনো ছয় জন নিখোঁজ রয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। এ অভ্যুত্থানে শিবিরের নেতাকর্মীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। কিন্তু আমরা বলেছি এ আন্দোলনে একক কোনো নেতা বা মাস্টারমাইন্ড নেই। এ আন্দোলনের ক্রেডিট শহীদ, আহত ও গাজী ছাত্র জনতার।

ইফতার অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও শিবিরের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে পৃথক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION