ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে যানজটের শঙ্কা

Doinik Kumar
মার্চ ১১, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কটি দিয়ে দৈনিক অন্তত ১৮-২০ হাজার যানবাহন চলাচল করে। আর ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। যার কারণে যানজট সৃষ্টি হয়। তবে সড়কটিতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবারের ঈদযাত্রায় যানজট থেকে মুক্তি মিলবে বলে ধারণা করছেন পরিবহন চালকরা। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মোট ২১ কিলোমিটার সড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, ১০তলা, চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। যার মূল কারণ সড়কের মাঝে যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং মহাসড়কের ধীর গতির লেনে অবৈধ স্থাপনা।

অপরদিকে সম্প্রতি প্রতিরাতে ঢাকাস্থ মাতুয়াইল অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির ফলে সেখানকার যানজট প্রায়শই সোনারগাঁয়ের কাঁচপুর পর্যন্ত গিয়ে ঠেকে। এটা অব্যাহত থাকলেও যানজট সৃষ্টির কারণ হতে পারে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে যানজটের শঙ্কা

পরিবহন চালকরা বলছেন, মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডের ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয়ের আঞ্চলিক লেন, ১০তলা ভবন সংলগ্ন, শিমরাইল বাসস্ট্যান্ডে, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় অসংখ্য গাড়ি পার্কিং আর যাত্রী ওঠানামার জন্য সবসময় জটলা হয়ে থাকে। অপরদিকে এসব স্থানে মহাসড়কের দুপাশে সড়কের ওপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় সড়কও সরু হয়ে আছে।

চালকদের মতে, প্রশাসন কর্তৃক এসব পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোলপ্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।

সড়কে স্থাপনা আর যত্রতত্র পার্কিংয়ের বিষয়ে করণীয় সম্পর্কে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের অতিরিক্ত ফোর্স ইতোমধ্যে চলে এসেছে। আমরা আগে একটি টহল টিম সড়কে টহল দিতাম, কিন্তু এখন দুই টিম সবসময় কাজ করে যাচ্ছে। আর অবৈধ স্থাপনার বিরুদ্ধে ইউএনওকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট বসানো হবে। সাইনবোর্ড শিমরাইল টিম সবসময় আছে। আশা করছি ভোগান্তি হবে না।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে যানজটের শঙ্কা

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, আমরা এরইমধ্যে তৎপর হয়ে আছি। টহল টিমও বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ অংশে মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদী। এর পাশাপাশি সড়কের ওপর যেসব অবৈধ স্থাপনা বাসানো রয়েছে সেগুলোর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। সব উচ্ছেদ করা হবে। ঢাকা-সিলেট মহাসড়কে আমাদের কাঁচপুর অংশ ক্লিয়ার রাখা হবে, বাকিটা ভুলতা এরিয়ায় পড়েছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুর রহিম জাগো নিউজকে জানান, এবার ঈদযাত্রা উপলক্ষে এরইমধ্যে মেঘনা টোলপ্লাজায় ১২টি বুথ বসানো হয়েছে। টোলপ্লাজায় সমস্যা হবে না। আর সড়ক সংস্কারের বিষয়টি হচ্ছে, আমরা সড়ক পরিদর্শন করেছি। কিছু অংশে খানাখন্দ রয়েছে, সেগুলো ঈদের আগেই সংস্কার করা হবে। এই কাজের জন্য যানজট সৃষ্টি হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।