মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ‌ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‌ ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০.৩৭ এএম
  • ১৪৩ জন সংবাদটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ‌ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‌ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপলক্ষে ‌ আলোচনা সভা ও ইফতার ‌ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ‌ ফরিদপুরের ‌ জেলা আমির মওলানা মোঃ বদর উদ্দিন ‌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ‌ হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের ‌ সূরা সদস্য ‌ অধ্যাপক আবদুত তাওয়াব। অন্যানের মধ্যে ‌বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামাতের ‌ সাবেক সভাপতি ‌ শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ‌ অধ্যাপক রেশাদুল হাকিম ‌ দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ‌‌ পান্না বালা ,পৌর আমীর মোহাম্মদ জসিম উদ্দিন ‌ প্রমূখ সভায় বক্তারা মাহে রমজানের রমজানের ‌ পবিত্রতা তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন ‌ বিগত দিনে ‌‌ সাংবাদিকদের সঙ্গে ‌এ সংগঠনটির সম্পর্ক তুলে ধরে ‌ আলোচনা করা হয়।

বক্তারা বলেন স্বৈরাচারী সরকারের ‌ বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ‌ ধরেছিল ‌তারা জীবন দিয়েছিল ‌। অনেকে কারাবরণ করেছিল ‌। তাদের অবদানকে ‌ অস্বীকার করার উপায় নেই । বক্তারা বলেন আপনাদের লেখনীর মাধ্যমে ‌ আমাদের কর্মকাণ্ড তুলে ধরবেন ‌।‌ এবং আমাদের গঠনমূলক ‌ সমালোচনা করবেন। মাহে রমজান সংযমের মাস ‌। এ মাসে পবিত্র কোরআন নাজেল হয়েছিল আর তাই ‌ পবিত্র মাহে রমজানের ‌শিক্ষা থেকে ‌‌ জীবন ধারণ করার জন্য ‌ সবাইকে সবাইকে‌ জানানো হয় ।
পরে মুসলিম উম্মার শান্তি ‌ এবং ‌ দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION