নারায়ণগঞ্জ: দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপূর্বের পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।
রোববার রাতে ছাত্রদল আয়োজিত ধর্ষণবিরোধী মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব।
Leave a Reply