ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র উল্টে প্রাণ গেল কৃষকের

Doinik Kumar
মার্চ ১১, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর: ফরিদপুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে ইদ্রিস হাজরা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর-সালথা সড়কের শোলাকুণ্ড মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে যান কৃষক ইদ্রিস হাজরা। সেখানে কাজ শেষ করে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্রতে চড়ে বাড়িতে ফিরছিলেন। পথে শোলাকুণ্ড মাদরাসার সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রটি উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরাসহ সাত যাত্রী আহত হন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।