ঢাকা: রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (৯ মার্চ) সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিস সংবাদ পায় শ্যামলী আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের নিচতলায় জেনারেটরের রুমে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কাজ করে ৯টা ৪৬ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ঘরের জেনারেটরের রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুনের ক্ষয়ক্ষতি আনুমানিক পাঁচ লাখ টাকা তবে হতাহতের কোনো সংবাদ নেই বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
