সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
চোট পেয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার

যমুনার চরে আকাশে উড়লো জুলহাসের উড়োজাহাজ

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২.১৩ পিএম
  • ১২৬ জন সংবাদটি পড়েছেন

মানিকগঞ্জ: প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তার জলন্ত প্রমাণ মানিকগঞ্জের চরাঞ্চলের জুলহাস মোল্লা। তিনি নিজ প্রচেষ্টায় উড়োজাহাজ তৈরি করে তা আকাশে সফলভাবে উড়িয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের দিকে শিবালয় উপজেলার যমুনার চরে জুলহাস তার তৈরি উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করেন। জুলহাস মোল্লা বর্তমান শিবালয় উপজেলার ষাটঘড় তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।  জানা যায়, জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার নদী তীরবর্তী এলাকায় বাড়ি ছিল জুলহাস মোল্লার। তবে নদী ভাঙনে বিলীন হয়ে যায় তাদের বসত বাড়ি। পরে শিবালয় উপজেলার যমুনা নদী তীরবর্তী ষাটঘড় তেওতা এলাকায় নতুন করে বসতি স্থাপন করে তার পরিবার।

ছয় ভাই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। এসএসসি পাশের পর টাকার অভাবে লেখাপড়ার ইতি টেনে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছরের এই তরুণ। দীর্ঘ চার বছর পরিশ্রমের পর উড়োজাহাজ তৈরি করেছেন মানিকগঞ্জের এই তরুণ। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন। শিবালয় উপজেলার যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট ওপরে উঠতে সক্ষম হয়। তার এই সাফল্য দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে হাজির হয়েছিলেন।

জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ছোট সময় থেকেই জুলহাস কোনো না কোনো জিনিস তৈরি করার জন্য চেষ্টা করতো। তবে গত কয়েক বছর ধরে উড়োজাহাজ তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল সে। প্রতি বছর যমুনার চরে উড়োজাহাজ উড়ানোর চেষ্টা করে আসছিল সে।  কয়েকদিন আগে প্রথমবারের মতো উড়োজাহাজটি উড়াতে সক্ষম হয় সে।

তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা বলেন, প্রথমে রিমোর্ট কন্ট্রোল উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ানোর পর থেকে ইচ্ছা জাগে নিজে উড়োজাহাজ তৈরি করে আকাশে উড়াবো। এই চিন্তা থেকেই উড়োজাহাজ তৈরি জন্য গবেষণা শুরু করি। তিন বছর গবেষণা আর এক বছর উড়োজাহাজটি তৈরি করতে লেগেছে। দীর্ঘ চার বছরের পরিশ্রমের পর আজকে আমি সফল হয়েছি। নিজের তৈরি করা উড়োজাহাজে নিজেই পাইলট হয়ে আকাশে উড়েছি।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION