রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আড়ংয়ের নান্দনিক আউটলেটে ক্রেতাদের ভিড়

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১২.২১ পিএম
  • ২০৩ জন সংবাদটি পড়েছেন

রোজা সবে শুরু হয়েছে। রাজধানীর শপিংমল ও ফ্যাশন হাউজগুলোতে বেচাবিক্রিও ঠিকমতো শুরু হয়নি। রোববার (৯ মার্চ) দুপুরে ধানমন্ডিতে নতুন আড়ং আউটলেটে দেখা গেলো উলটো চিত্র। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেলো শুধু কেনাকাটা নয়, নান্দনিক আউটলেটটি ঘুরে দেখতেই তারা এসেছেন। কয়েকজনকে ভ্লগ করতে দেখা গেছে। ছবি, সেলফি তোলার হিড়িত তো ছিলই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সয়লাব আউটলেটটির নানান ভিডিওতে।

শুক্রবার ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডি ২ নম্বর সড়কে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। ৬০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ৮তলা বিশিষ্ট এই স্টোরটিকে আড়ং বিশ্বের সর্ববৃহৎ ক্রাফট স্টোর বলছে।

পুরো ভবনটির অন্দরসজ্জা সাজানো হয়েছে ঐতিহ্যবাহী কারুশিল্প, মৃৎশিল্প, সূচশিল্পসহ নানা ধরনের আলোর ব্যবহার দিয়ে। প্রতিটি তলায় স্থান পেয়েছে অসাধারণ কিছু শিল্পকর্ম। নান্দনিক নকশা সমৃদ্ধ ভবনটি কেবল মাত্র বিক্রয়কেন্দ্র হয়ে উঠেনি, বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক হয়ে উঠেছে।

রাজধানী উত্তরা থেকে এসেছেন নাজনীন নাহার। তিনি বলেন, শুধু কেনাকাটা করতে আসিনি। শো রুমটি দেখতেও এসেছি। নকশি কাঁথা, শিল্পকর্ম সব কিছু মিলিয়ে দোকানটি নিজেই একটি শিল্পকর্ম হয়ে উঠেছে।

শামসুদ্দির নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর জানালেন, অনেকেইে এখানে ভিডিও বানাচ্ছেন। আমিও ভিডিও করতে আসলাম। তবে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা আজ অনেক বেশি।

চারতলা উচ্চতাবিশিষ্ট নকশিকাঁথায় সূচিকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে আড়ংয়ের ইতিহাস। রয়েছে মৃৎশিল্পের দেয়াল যা মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ। বিভিন্ন তলায় আর্টিফিশিয়াল গাছ, তামা ও পুনর্ব্যবহৃত কাচ দিয়ে তৈরি ঝুলন্ত শিল্পকর্ম রয়েছে। যা আলো ও ছায়ার অপরূপ খেলা তৈরি করে।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্ব-দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিটি পণ্য একেকটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধনস্বরূপ। এই স্টোর আড়ংয়ের বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, তারই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION