ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ২৮ জন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় ও বাসটি কোথা থেকে আসছিল তা জানা যায়নি।এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।