ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাতির টাকা ছিনতাই, জিজ্ঞেস করতে গিয়ে কিশোরদের মারধরে দাদার মৃত্যু

Doinik Kumar
মার্চ ১০, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

 

ফরিদপুরের মধুখালীতে নাতির থেকে জোরপূর্বক টাকা নেওয়ার প্রতিবাদ করায় কিশোরদের হামলায় ছাত্তার প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্তার প্রামানিক উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্তারের নাতি সোহান মাজেদা জুট মিলে কাজ করে। সে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিলো। পথে স্থানীয় শামীমসহ ৪-৫ জন কিশোর তার থেকে জোরপূর্বক ২০০ টাকা নিয়ে নেয়। সোহান বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায়। শনিবার (৮) মার্চ সন্ধ্যায় সোহানের বাবা রুবেল প্রামানিক ও দাদা ছাত্তার প্রামানিক বাড়ির পাশে দোকানে গিয়ে শামীমের কাছে টাকা নেওয়ার বিষয়টি জানতে চায়। এসময় শামীমের সঙ্গে কথাকাটাকাটি হয়। এসময় শামীমের সঙ্গে সাঈদ, সিয়াম, নুরাসহ আরও কয়েকজন কিশোর যোগ দেয়। এক পর্যায়ে ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে কয়েকটি ঘুসিসহ মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে নিহতের ছেলে রুবেল প্রামানিক বলেন, আমার ছেলে সোহান বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরও কয়েকজন তার থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে আমি, আমার স্ত্রী ও বাবাকে সঙ্গে নিয়ে ঘটনা জানতে বাড়ির পাশে দোকানে শামীমের কাছে যাই।

নাতির টাকা ছিনতাই, জিজ্ঞেস করতে গিয়ে কিশোরদের মারধরে দাদার মৃত্যু

সেখানে যাওয়ার পর শামীমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবার বুকে ঘুসি দেয় শামীম ও সিয়ামসহ কয়েকজন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে এনে মাথায় পানি দেই। পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ছেলের স্ত্রী রুমি খাতুন বলেন, শামীম, সাঈদ ও সিয়ামসহ কয়েকজন আমার স্বামী ও শ্বশুরকে মারপিট করে। এমনকি আমাকেও মারপিট করে। আমার শ্বশুরের বুকে ঘুসি দেয়, ওই আঘাতেই আমার শ্বশুর মারা গেছে। ওই এলাকার বাসিন্দা জাবের মোল্যা বলেন, নাতির থেকে জোরপূর্বক টাকা নেওয়ায় বিষয়টি জানতে গিয়েছিলেন। ওরা তার ওপর হামলা চালিয়ে নিরীহ মানুষটাকে হত্যা করলো। এ বিষয়ে অভিযুক্ত কিশোররা ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এঘটনায় ছাত্তার প্রামাণিকের ছেলে রুবেল প্রামানিক বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।