মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১.৫৭ এএম
  • ১৪১ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো সঙ্গে ভারত সবর্দা সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার (৮ মার্চ) দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্কে মতামত জানতে চাইলে রাজনাথ সিং বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ (সাবেক প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী বলতেন যে, আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। তাই, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়েও কথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছে। কারণ ইসলামাবাদ স্বেচ্ছায় কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে দেবে না।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তখন থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনার ভারতে অবস্থান ও তাকে ফিরিয়ে আনার আহ্বান প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হতে থাকে। বাংলাদেশ বিষয়ে ভুরি ভুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়। এরইমধ্যে দুই দেশের সীমান্তে উত্তেজনার দেখা দেয়। যদিও ভারতের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই, তা কেবল ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি।  শুক্রবার নয়াদিল্লিতে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION