মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে সংঘর্ষের সময় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় এবং বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। আটক করা হয়েছে দুইজনকে। নিহত সাইফুল সরদার ও আতাউর সরদার সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের খোঁয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, অনেকদিন ধরেই মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সাইফুল সরদার নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় স্থানীয় মো. শাজাহান খান নামে এক ব্যক্তির সঙ্গে। শনিবার বেলা ১১টার দিকে খোঁয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় প্রতিপক্ষ শাজাহানের লোকজন। পরে খবর পেয়ে সাইফুলের লোকজনও এগিয়ে আসে। এসময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ও তার ভাই আতাউরসহ পাঁচজন গুরুতর জখম হয়। এদের মধ্যে সাইফুল ও তার ভাই আতাউর সরদার মারা যান।
গুরুতর আহতরা হলেন- সাইফুলের ভাই অলিল সরদার, প্রতিবেশী মুজাম সরদারের ছেলে পলাশ সরদার, আজিজুল হকের ছেলে তাজেল সরদার। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, খোঁয়াজপুরের শাজাহান খান লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পায়নি। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা (সদর সার্কেল) বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনকি সম্পাদক সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায় নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ‘ তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, অনেকদিন ধরেই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সাইফুল সরদার নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় স্থানীয় মো. শাজাহান খান নামের এক ব্যক্তির সঙ্গে। শনিবার সকাল ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় প্রতিপক্ষ শাজাহানের লোকজন। পরে খবর পেয়ে সাইফুলের লোকজনও এগিয়ে আসে। এসময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ও তার ভাই আতাউরসহ পাঁচজন গুরুতর জখম হন। এদের মধ্যে সকালেই সাইফুল ও তার ভাই আতাউর সরদারের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পলাশের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
Leave a Reply