নিজস্ব প্রতিবেদক
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসনের সাথে ফরিদপুর সনাকের আন্তর্জাতিক নারী দিবস পালন
আজ ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে উদযাবসটি উদযাপন করছে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দিবসটি উপলক্ষে র্যালী ও র্যালীত্তোর আলোচনা সভায় আয়োজন করা হয়। ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস উদযাপনের উদ্যোগ গৃহীত হয়। পরবর্তীতে ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন একই সূত্রে গাঁথা, এই চেতনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত গুরুত্বসহকারে আন্তর্জাতিক নারী দিবসটি পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন এনজিওর পাশাপাশি সনাক-টিআইবি জেলা প্রশাসনের সাথে অংশগ্রহণ করে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে দিবসটি পালন করে। এ বছর জাতিসংঘ দিবসটি পালনে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ÒAccelerate ActionÓ|
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান ও ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরসমূহের প্রধানগণ, সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধি, এনজিও প্রধান ও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দসহ নানান শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক মাশউদা হোসেন । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন মীনা কার্টুনে নারীর যে প্রতিবন্ধতা দেখানো হয়েছে সেটি আমাদের সমাজেরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন, তবে তিনি নারী হিসেবে বিভিন্ন জেলায় ১৯ জন ডিসি এবং ১৭৩ জন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করছেন বলে উল্লেখ করেন। তবে নারী হিসেবে তাদের পথ চল মসৃন নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলেন, তিনি ফরিদপুরে পেঁয়াজেন বীজ বিপননে একজন নারী উদ্যোক্তার বিষয় উল্লেখ করেন, তিনি টিআইবি’র ধারণাপত্রে এসডিজি ৫ ও ১১ এর কথা উল্লেখ করেন। তিনি সম্পত্তিতে নারীর অধিকারের কথা বলেন। আলোচনা সভায় সনাক সভাপতি শিপ্রা রায় তার বক্তব্যে সিডো সনদের যেসকল ধারা (ধারা-০২ ও ১৬ (১) এই ধারা দুটিতে বাংলাদেশ সম্মত হয়নি সেই ধারাগুলোতে অসম্মতি প্রত্যাহারের তিনি দাবী জানান, তিনি সাম্প্রতিক কালে মাগুড়ার ঘটনার কথা উল্লেখ করেন। এছাড়াও টিআইবি’র উদ্যোগে প্রকাশিত একটি ধারণা পত্র সকলের মাঝে বিতরণ করা হয়। প্রকাশিত ধারণা অভীষ্ট-৫ ও ১৬ কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনাসহ সরকারের কাছে ১১ দফা দাবী তুলে ধরা হয়।
Leave a Reply