রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা

  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ২.৩১ পিএম
  • ১৫৭ জন সংবাদটি পড়েছেন

অন্যান্য পেশার মতো আইন পেশায়ও নারীরা তাদের প্রতিভার সাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনজীবীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এর মধ্যে নারী আইনজীবী এক হাজার সাত শতাধিক। সরকারের পক্ষে মামলা পরিচালনা করতে আইন কর্মকর্তা হিসেবেও নিয়োগ পাচ্ছেন নারীরা। ৬৭ জন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেলের মধ্যে ১১ জনই নারী। ১৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের মধ্যে ৩৬ জন নারী। সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত অঙ্গনে নারী আইনজীবীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও সিনিয়র অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জাগো নিউজকে বলেন, ‘নারীরা ঘরে-বাইরে কাজ করলেও আইন পেশায় আন্তরিকভাবে কাজ করছেন। সমাজ-সংসার সব কিছু গুছিয়েও আইন পেশার কাজে মনোযোগ দিচ্ছেন নারীরা।’ ভবিষ্যতে আইনসহ সব পেশায় নারীর অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘সুপ্রিম কোর্টে অনেক নারী আইনজীবী আছেন। তাদের মধ্যে অনেকেই খুব ভালো করছেন। নতুন যারা আইনজীবী হয়ে আসছেন, তাদের মধ্যেও আনুপাতিক হারে নারীর সংখ্যা উল্লেখ করার মতো। অন্যান্য শ্রেণি-পেশার মতো আইন পেশায় যেন আরও বেশি নারী আসেন এ প্রত্যাশা করছি।’ -অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া

আইন পেশায় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া জাগো নিউজকে বলেন, সমাজের সবক্ষেত্রে নারীরা যেমন এগিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও তার প্রতিফলন হচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নারী বিচারপতি নিয়োগ পেয়েছিলেন তিনজন। উনারা অবসরে চলে গেছেন। হাইকোর্ট বিভাগে নারী বিচারপতি রয়েছেন। আমাদের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অনেক নারী রয়েছেন।

আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা

‘আইন পেশায় টিকে থাকতে তাদের কিছুটা হিমশিম খেতে হয়। কারণ তাদের শিশু, পরিবার ও সংসার সামলানোর মতো কিছু প্রতিবন্ধকতা আছে। তারপরও তারা সুপ্রিম কোর্টসহ সারাদেশের আইন পেশায় দিনকে দিন এগিয়ে যাচ্ছেন। দেশজুড়ে আদালতগুলোতে নারীর সংখ্যা বাড়ছে।’

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সুপ্রিম কোর্টে অনেক নারী আইনজীবী আছেন। তাদের মধ্যে অনেকেই খুব ভালো করছেন। নতুন যারা আইনজীবী হয়ে আসছেন, তাদের মধ্যেও আনুপাতিক হারে নারীর সংখ্যা উল্লেখ করার মতো। অন্যান্য শ্রেণি-পেশার মতো আইন পেশায় যেন আরও বেশি নারী আসেন এই প্রত্যাশা করছি।’

‘শুধু আইন পেশাই নয়, সব পেশায়ই নারীরা তাদের পরিবার, সমাজ সব কিছু সামলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা একটা ইতিবাচক বিষয়। আমি প্রত্যাশা করবো শুধু আইন পেশাই নয়, বিচারক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পুলিশসহ সবক্ষেত্রেই নারীরা এগিয়ে আসবে।’ -ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আইনুন নাহার

আইন পেশায় নারীদের নিয়ে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আইনুন নাহার জাগো নিউজকে বলেন, ‘আইন পেশায় কাজ করাটা নারীদের জন্য খুব স্বাধীন একটি পেশা। কিন্তু এতে অনেক দায়িত্ববোধ ও একাগ্রতার বিষয় রয়েছে। এখানে যেমন কাজের স্বাধীনতা আছে তেমনি কাজের ক্ষেত্রে জবাবদিহিতার বিষয়টি রয়েছে।’

‘শুধু আইন পেশাই নয়, সব পেশায়ই নারীরা তাদের পরিবার, সমাজ সব কিছু সামলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা একটা ইতিবাচক বিষয়। আমি প্রত্যাশা করবো শুধু আইন পেশাই নয়, বিচারক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পুলিশসহ সবক্ষেত্রেই নারীরা এগিয়ে আসবে।’ বলছিলেন আইনুন নাহার।

আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতেও নারীরা

উচ্চ আদালতে শুধু আইন পেশাই নয়, আইনজীবীদের বৃহৎ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারীরা। ২০২৪-২৫ বছরের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে নারী আছেন দুজন। সহ-সভাপতি পদে আছেন সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সদস্য পদে ফাতিমা আক্তার।

এর আগে ২০২৩-২৪ সালে সমিতির কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা। ২০১৯-২৩ সাল পর্যন্ত তিন বছরে সমিতিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট ফাতেমা বেগম, মার-ই-য়াম খন্দকার, রশিদা আলিম, আফিফা আফরোজ ও সৈয়দা শাহিন আরা লাইলি। ২০১৮-১৯ সালে সমিতিতে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন নাসরিন আক্তার। সেবার সদস্য ছিলেন শাহানা পারভীন। ২০১৭-১৮ সালে সমিতিতে উম্মে কুলসুম বেগম রেখা সহ-সভাপতি, শামীমা সুলতানা দীপ্তি সিনিয়র সহকারী সম্পাদক ও মৌসুমী আক্তার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এবারের নারী দিবসে কর্মসূচি নেই

সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা এর আগের বছরগুলোতে আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) পালন করলেও এবারের কর্মসূচি সম্পর্কে বলতে পারেননি কেউ। গত বছর রাজধানীর রমনা পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিলেন আইনজীবীরা। ‘পৃথিবী নিরাপদ হোক সকল নারীর জন্য’ স্লোগানে উদযাপিত দিবসটি নারী আইনজীবীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদের আলাদা কোনো সংগঠন নেই। সবার মধ্যে আলাপ-আলোচনা হলে এবার নারী দিবসের আয়োজন করা হতে পারে। সুপ্রিম কোর্টের সাবেক ট্রেজারার ও সিনিয়র অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জাগো নিউজকে বলেন, সুপ্রিম কোর্টে নারীদের আলাদা কোনো সংগঠন নেই। ভবিষ্যতে যদি কোনো সংগঠন গড়ে ওঠে তবে অবশ্যই সেই সংগঠনে আমার সম্পৃক্ততা এবং অবদান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION