ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কলেজছাত্র হত্যায় একজনের যাবজ্জীবন

Doinik Kumar
মার্চ ৮, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

 

ফরিদপুরে কাজী মুনসেরাতুল রহমান আলিফ (১৮) নামে এক কলেজাছাত্র হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। নিহত কাজী মুনসেরাতুল রহমান আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামনদিয়া এলাকার কাজী জিল্লুর রহমানের ছেলে ও সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে সিফাত হোসেন আবির (২৬)।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর কলেজছাত্র কাজী মুনসেরাতুল রহমান আলিফকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কুপিয়ে ও মারপিট করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় আলিফের বাবা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।