ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা তরুণীর

Doinik Kumar
মার্চ ৮, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনের (২৫) বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে মিলনসহ আরও দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে ছাত্রদল নেতা মিলনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিলন পৌরসভার কলেজ রোডের বাসিন্দা মো. আরফিন মোল্যার ছেলে। ভুক্তভোগী তরুণীও ওই পৌর এলাকার একটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী একটি ছেলের সঙ্গে প্রেমের সূত্র ধরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলো। ছাত্রদল নেতা মিলন ওই তরুণীকে বিভিন্নভাবে ভয়ভীতির মাধ্যমে বিয়েতে বাধা সৃষ্টি করেন ও তার প্রেমিকের সঙ্গে বিরোধ সৃষ্টি করেন। পরে এক সালিশের মাধ্যমে ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করবেন না মর্মে প্রেমিকের নিকট থেকে অভিযুক্ত মিলন আড়াই লাখ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই তরুণী ছাত্রদল নেতা মিলনের বাড়িতে সেই টাকা আনতে যায়। এসময় মিলন ওই তরুণীকে তার বসতঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্ষা করেন। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিলন বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রতিপক্ষ আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে।’

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, ‘এ ঘটনার ভিডিও আমার কাছে এসেছে এবং ফেসবুকেও দেখেছি। এটা ষড়যন্ত্র না সত্য ঘটনা তা খতিয়ে দেখা হবে। অনেক সময় দলের বিপক্ষে প্রোপাগান্ডা ছড়ানো হয়, তবে ঘটনা সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।