ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাটি কাটার অপরাধে দুইজনের ১ লক্ষ টাকা জরিমানা

Doinik Kumar
মার্চ ৭, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের জেলার বোয়ালমারী উপজেলায় মাটি কাটার অপরাধ দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এ আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটার দিয়ে মাটি কাটছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমদাদ কাজীকে (৪০) ৫০ হাজার ও আশিক মন্ডলকে (২৩) ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। ২০১০ এর ৪ ধারা ও ২০২৩ সালের ১৩ ধারায় এ জরিমানা করা হয়।

ইমদাদ কাজী সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে ও আশিক মন্ডল ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।