ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Doinik Kumar
মার্চ ৭, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছরের কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি শফিকুল শেখ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।

মামলা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী গত বুধবার রাতে চাচা বাড়ি যাওয়ার সময় তার মুখ চেপে তুলে নিয়ে যায় শফিকুল ও তার সহযোগী। পরে গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া একটি কুলবরই বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দুজনের নামে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং ১৩। ধর্ষণ মামলার আসামি শফিকুল শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিজান শেখের ছেলে। তার সহযোগী ছিলেন গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে রুহুল আমীন মোল্যা (১৮)।

বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে থানায় ধর্ষণ মামলা হয়। মামলার প্রধান আসামিকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।