ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Doinik Kumar
মার্চ ৬, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে অবসরের খবর নিজেই জানান তিনি। মুশফিক ফেসবুক পোস্টে লেখেন, আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে অত ভালো নয়, কিন্তু এটা সত্য যে, আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, আমার শতভাগ নিবেদন ও সততা বজায় রাখার চেষ্টা করেছি।

তিনি লেখেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে বলেছেন: ‘এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। (৩:২৬)’

তিনি আরও লেখেন, মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সৎভাবে এবং ঈমানের সঙ্গে চলার তৌফিক দান করুন। সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।

মুশফিকুর রহিম ২০০৬ সালের ২৩ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেন। বাংলাদেশের হয়ে ২১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৩৬ দশমিক ৬৭ গড়ে ৭ হাজার ২৬১ রান করেছেন তিনি। এর মধ্যে ১৩টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

উইকেট কিপার হিসেবে মুশফিক ছিলেন দারুণ সমাদৃত। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলের উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কিপিং দক্ষতা তাকে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ স্থান দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।