ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নদীতে ভেসে উঠল গণপিটুনিতে নিখোঁজ ‘ডাকাতে’র মরদেহ

Doinik Kumar
মার্চ ৫, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

 

মাদারীপুরে কীর্তিনাশা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহটি মাদারীপুরে নৌপথে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিখোঁজ এক ডাকাতের। রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তার নাম ঠিকানা জানা যায়নি।  পুলিশ জানিয়েছে, মরদেহটি নৌপথে ডাকাতি করতে এসে গণপিটুনির শিকার ডাকাত দলের এক সদস্যের হবে।  জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আমরা ধারণা করছি, ডাকাতির ঘটনায় তিনি মারা গেছেন।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন তিন ডাকাত সদস্য। এসময় ডাকাতরা গুলি ছুড়লে স্থানীয় আট ব্যক্তি গুলিবিদ্ধ হন। এসময় ট্রলার নিয়ে ধাওয়া করে গণপিটুনি দিলে আহত হন সাত ডাকাত। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত দলের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস ও পাশের শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়ার সীমান্তবর্তী এলাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।