ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়ালের মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৮

Doinik Kumar
মার্চ ৫, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

ফরিদপুরের ভাঙ্গায় একটি কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ও ফুফাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার (০৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. শফিক মাতুব্বর (৫০), মো. সরোয়ার মাতুব্বর (৬০), মো. আইয়ুব মাতুব্বার (৫৬), মাসুদ মাতুব্বর (৪৩), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতুব্বর (১৯), নার্গিস বেগম (৩০), মরিয়ম বেগম (৩১), সিদ্দিক শেখ (৫৪), মো. সোহেল (২৪) ও শুকুর আলী (৩৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামের বাসিন্দা সুমন (মামাতো ভাই) ও রাব্বি (ফুফাতো ভাই) গত কয়েক মাস আগে দুইজনে ভাগে একটি কুড়াল কেনেন। সোমবার রাতে সুমন তার ফুফাতো ভাই রাব্বির কাছে কুড়ালটি চান। এতে রাব্বি কুড়ালটি দিতে অপারগতা প্রকাশ করে নিজের কুড়াল বলে দাবি করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হন।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। একটি কুড়ালের আছাড়ি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।