ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একটি দলকে গোলাম পরওয়ার ভোটের আগে খ্যাপার কারণে বোঝা যায় আপনারা বিপদে আছেন

Doinik Kumar
মার্চ ৫, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন
রাজবাড়ীতে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মারামারি না করে ভোটের মাঠে চলেন। জনগণ যদি আপনাদের নৈতিকতা, আদর্শ ভালোবাসে; আপনাদের ভোট দেবে। আর জামায়াতকে ভালোবাসলে জামায়াতকে ভোট দেবে। ভোটের মাঠে যাওয়ার আগে খ্যাপার কারণে বোঝা যায় আপনারা বিপদে আছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে জামায়াতে ইসলামীর রাজবাড়ী শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে রক্তপান ও হানাহানি বন্ধে নির্বাচনের আগে ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ আসামিদের বিচার, দেশ সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা প্রত্যাহার করে রমজানের আগেই আমাদের নেতা আজাহার ভাইকে (এটিএম আজহারুল ইসলাম) মুক্তি দিতে হবে। এসময় তিনি বলেন, জনগণ জামায়াতের হাতে দেশের ক্ষমতা দিলে আমরা শাসক না হয়ে, জনগণের সেবক হবো। আমরা ব্যক্তি নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই।

ভোটের আগে খ্যাপার কারণে বোঝা যায় আপনারা বিপদে আছেন

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনি দেশে প্রবেশ করে দেখেন আপনার কী দশা হয়। কেন পালালেন? আপনার ৩০০ এমপি, এত মন্ত্রী কোথায় গেলো? প্রধানমন্ত্রী, বিচারপতি, খতিবসহ সব পালিয়ে গেলো। পালায় চোর, ডাকাত, ধর্ষণকারী, লুটপাটকারী। পালিয়ে প্রমাণ করেছেন আপনারা জাতির সঙ্গে বেইমানি করেছেন।’

২২ বছর পর রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলন। সম্মেলন শুরুর আগেই আশপাশসহ জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা।

কর্মী সম্মেলনে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।