রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

জনপ্রিয়তার তুঙ্গে পাকিস্তানের যেসব নাটক-সিরিজ

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১৬ এএম
  • ১৭৭ জন সংবাদটি পড়েছেন

বর্তমানে পাকিস্তানি নাটক ও ওটিটি কন্টেন্টগুলো তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। হৃদয়গ্রাহী গল্প, শক্তিশালী চরিত্র এবং মার্জিত বিনোদন ও সাবলীল অভিনয়ের জন্য খুব সহজেই এগুলো দর্শককে আকৃষ্ট করছে। সুস্থ সংস্কতির চর্চার পাশাপাশি নাটক-সিরিজগুলোতে পারিবারিক বন্ধনের বার্তা দেয়া হয়।

নূর বানো

‘নূর বানো’ নাটকটি এক এতিম মেয়ের গল্প। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে শিল্পীদের অভিনয় এ নাটকের বড় শক্তি। নূর বানোকে দেখা যায় লালন-পালনের জন্য সে একজন মানুষের প্রতি কৃতজ্ঞ। গল্পটি আরও জটিল হয়ে ওঠে যখন মুরাশ নামে তার স্বামী যুক্তরাষ্ট্রে গিয়ে অন্য এক নারীর প্রেমে পড়ে যায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহনূর বালোচ, ইমরান আব্বাস, সামিনা আহমেদ, নাদিয়া হুসেইন, তুবা সিদ্দিকী এবং মুস্তাফা কুরেশি।

 

ইশক মুরশিদ

‘ইশক মুরশিদ’ নাটকটি দুটি ভিন্ন জীবনযাত্রার মানুষদের নিয়ে আবর্তিত। যারা ভাগ্য দ্বারা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। নাটকে অভিনয় করেছেন বিলাল আব্বাস খান, দুর-এ-ফিশান সালিম, হিরা তারিন, ওমাইর রানা এবং আলী গুল মাল্লাহর মতো পাকিস্তানি তারকারা।

মিম সে মুহাব্বাত

‘মিম সে মুহাব্বাত’ একটি রোমান্টিক ওয়েব সিরিজ। প্রেম, ভাগ্যের লীলাখেলার গল্প বলে এটি। গল্পটি সব বয়সের দর্শকদের জন্য উপযোগী। এর মূল চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর এবং দানানী মোবিন। দুই চরিত্রের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠতে দেখা যায়। ভাগ্য তাদের নানা বাঁকের মধ্য দিয়ে একত্রিত করে।

সুন মেরে দিল

এই সিরিজটি রোমান্স নির্ভর নাটকীয় গল্পে নির্মিত। একজন ব্যক্তির নিষ্ঠা এবং প্রেমের গল্প সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে। অভিনয় করেছেন মায়া আলী, ওয়াহাজ আলী, শাহভীর কাদওয়ানি, হিরা মানি এবং আমার খানের মতো জনপ্রিয় তারকারা। সিরিজটি গেল বছরের ৯ অক্টোবর প্রিমিয়ার হয়েছে।

নূর জাহান

২০২৪ সালের একটি জনপ্রিয় পাকিস্তানি পারিবারিক সিরিজ ‘নূর জাহান’। সাবা হামিদ এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন। একজন নিম্নবিত্ত পটভূমির দাপট দেখানো মায়ের চরিত্র এটি। একজন ধনী ব্যক্তিকে বিয়ে করে সামাজিক সিঁড়ি বেয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন সমাজের উঁচু মহলে। তার তিন ছেলে রয়েছে। তিন পুত্রবধূর সঙ্গে নূর জাহানের নানারকম সমস্যার সৃষ্টি হয়। সেসব নিয়েই মনোমুগ্ধকর লোকেশন, সেটে নির্মিত হয়েছে সংলাপ নির্ভার সিরিজটি। ২০২৪ সালে পাকিস্তান টেলিভিশনের সর্বোচ্চ-রেটেড অনুষ্ঠানগুলোর মধ্যে ‘নূর জাহান’ শীর্ষে ছিল। ইউটিউবেও নাটকটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION