ঢাকা অফিস
এবারের জাতীয় ভোটার দিবস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও জুলাই অভ্যত্থানে আতদের নিয়ে উদযাপন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় ভোটার দিবস উদযাপন সংক্রান্ত কমিটির সদস্য সচিব ও ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২ এর উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
পরবর্তীতে ২০২১ সালে তৃতীয় জাতীয় ভোটার দিবস থেকে ২০২৪ সালের ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি ও মাননীয় নির্বাচন কমিশনারবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের সপ্তম জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আমন্ত্রণ জানানো যেতে পারে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে ৪-৬ জন আমন্ত্রণ জানানো যেতে পারে।
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্নোগানকে সামনে রেখে এবারে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২ মার্চ “খ” ক্যাটাগরিতে প্রতিবছর দিবসটি উদযাপন করে ইসি। এদিন হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে সংস্থাটি।
Leave a Reply