কুষ্টিয়া: কুষ্টিয়া লাগোয়া ঝিনাইদহ জেলার শৈলকুপার রামচন্দ্রপুরে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পান তারা। পরে পুলিশ গেলে বাইরে বেরিয়ে দেখতে পান তিনটি মরদেহ পড়ে আছে। তবে তাদের বাড়ি ওই এলাকায় নয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তিনটি মরদেহ পেয়েছি। মরদেহ দেখে মনে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি জানান, নিহতদের মধ্যে হানিফ, লিটন নামে দুজনকে পাওয়া গেছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে দুটি কালো রংয়ের পালসার মোটর সাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
