সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
চোট পেয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার

ভারত সরকারকে আমরা কিছুতেই সমর্থন করতে পারি না: ফজলুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.১২ পিএম
  • ১৫২ জন সংবাদটি পড়েছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তাদের সমর্থন করতে পারি না। শেখ হাসিনাকে তারা অন্যায় ভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলে তাকে আমি দাদা ডাকবো। ভারত যদি আমাদের বন্ধু ডাকে তাহলে তাদের বন্ধু ডাকবো। যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে দ্রব্যের মূল্যের উর্ধ্বগতিরোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদে বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।

 

ফজলুর রহমান বলেন, প্রথমে প্রধানমন্ত্রী পরে স্থানীয় সরকার নির্বাচন হবে। বেশি বাড়াবাড়ি করবেন না। বিএনপিকে লাল চোখ দেখান? ১৮ বছর বিএনপির ডানার নিচে লুকিয়ে ছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শাড়ীর আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন আর এই জন্য স্লোগান দেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। আপনারা তো মোনাফেক। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ তারা সিদ্ধান্ত নেবে। চক্রান্ত করবেন না।

তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশের উপরে ভোট পাবে। সেই দলকে আপনারা চক্রান্ত করে বঞ্চিত করতে চান। আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চাই তাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোন ঐক্য নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। জিয়াউর রহমানের বাংলাদেশ চাই। বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলে আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে মানুষের ধৈর্যর দার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে কায়েম করবো। এই দেশ হবে সকলের। কোন ভেদাভেদ থাকবে না। এখানে সংস্কৃতি থাকবে, ধর্ম থাকবে। সবাই একসঙ্গে বসে যার যার আদর্শ পালন করবো।
জনসভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মুহাম্মদ গাউস, অ্যাডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, আমিনুল ইসলাম আশফাক, সহ দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চপল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ ‍কায়সার, ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভীনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION