ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে যেভাবে ব্যাটিং অর্ডার সাজাতে চান হাবিবুল বাশার

Doinik Kumar
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কঠিন সত্য হলো মুশফিকুর রহিম তার সেরা সময় পিছনে ফেলে এসেছেন। ওদিকে দলে সাকিব আল হাসানও নেই। তাই মেহেদি হাসান মিরাজকে চার নম্বরের মত গুরুত্বপূর্ণ পজিশনে খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট।প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিন্সের বিপক্ষেও মেহেদি হাসান মিরাজ চার নম্বরে খেলেছেন এবং দলের পক্ষে সর্বোচ্চ রানও করেছেন। অনেকেরই ধারণা আজ (বৃহস্পতিবার) দুবাইতেও মিরাজকেই হয় টু ডাউনে খেলতে দেখা যাবে।কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন মিরাজকে অত ওপরে খেলানোরও পক্ষে নন। তার ব্যাখ্যা, মিরাজকে নীচেই খেলানো উচিৎ। বাশার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার বিপক্ষে। বিশ্বকাপের তিক্ত স্মৃতি টেনে এনে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করা ভাল। বিশ্বকাপে আমরা এ ভুলটা করছিলাম। ব্যাটিং অর্ডার নিয়ে অনেক নাড়াচাড়া করছিলাম। যা কাজে দেয়নি। আমার মনে হয় ব্যাটিং অর্ডার নিয়ে বেশি নাড়াচাড়া না করে যে যেখানে খেলে, তাকে সেখানে খেলতে দিলেও ভাল।’

 

‘আর শান্তর অবশ্যই তিনে খেলা উচিৎ। ভাল করলে ওয়ান ডাউনে করবে। খারাপ করলেও ওখানেই করবে। তাকে সরানো উচিৎ হবে না।’

সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিমকে দিয়ে ওপেনিং জুটি সাজানোর পক্ষে সুমন। ‘আমি তানজিদ তামিম আর সৌম্য সরকারের উদ্বোধনী জুটি দেখতে চাই। সৌম্য সরকার উইল প্লে। আমি ওপেনিংয়ে তানজিদ তামিমকেও দেখতে চাই। ছেলেটা ভাল প্লেয়ার। খেললে বড় রান করে।’অধিনায়ক শান্তকে তিন নম্বরে খেলানোর পক্ষে সুমনের যুক্তি, ‘অনেকেই বলেছেন শান্তকে ওপেন করানোর জন্য। আমি তা চাই না। আমি চাই শান্ত তিনে খেলুক। তিনে খেললেই ভাল।’

 

এরপর হাবিবুল বাশার যাকে খেলানোর কথা বলেছেন, তাকে হয়ত অনেকেই একাদশে রাখছেন না। তিনি তাওহিদ হৃদয়। সবাইকে অবাক করে দিয়ে হৃদয়কে খেলানোর পক্ষে সুমন। শুধু একাদশে রাখাই নয়, তাওহিদ হৃদয়কে মাহমুদউল্লাহ রিয়াদের আগে ৫ নম্বরে ব্যাটিংয়ে নামানোর কথা বলেছেন বাশার।

 

তার ব্যাখ্যা, নাম্বার ফোরে মুশফিকুর রহিম। নাম্বার ফাইভ তাওহিদ হৃদয়, নাম্বার সিক্সে মাহমুদউল্লাহ রিয়াদ, সেভেন মেহেদি হাসান মিরাজ , এরপর রিশাদ। আমার মনে হয় ৭ ব্যাটার আর মিরাজকে ধরে ৫ বোলার এই হতে পারে আদর্শ কম্বিনেশন। যদিও মিরাজ আজকাল ভাল বোলিং করছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।